রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে এই প্রযুক্তিপণ্যের মেলার উদ্ভোধন করা হয়। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিন ব্যাপী মেলা চলবে।
সর্বশেষ সংস্করণের সব কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে এবারের মেলায়।
মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর, ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি বলেন “আইডিবি মেলা শুধু ব্যবসার আয়োজন নয়, এটি বাংলাদেশের আইটি শক্তির একটি বার্তা যে আমরা নতুন প্রযুক্তি দিয়ে ভবিষ্যতের দেশ গড়তে প্রস্তুত। বাংলাদেশের প্রকৃত সম্পদ আমাদের তরুণরা। তাদের হাতে প্রযুক্তি তুলে দিতে পারলে, বিশেষ করে প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি করে কম্পিউটার পৌঁছাতে পারলে, বাংলাদেশ আইসিটি ক্ষেত্রে পিছিয়ে থাকবে না; বরং আগামী দিনগুলোতে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাবে।”
বিশেষ অতিথি ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা জনাব গৌতম সাহা। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার।
সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান। তিনি জানান, “প্রযুক্তিপণ্যের গ্রাহক, এবং বিক্রেতাদের মধ্যে একটি সংযোগ তৈরি করাই এই মেলার লক্ষ্য। একই সঙ্গে দেশের বাজারে থাকা নতুন সব প্রযুক্তিপণ্য সম্পর্কে মেলার দর্শকরা জানতে পারবেন এই মেলার মাধ্যমে। মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।”
প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে উপহার, দর্শনার্থীদের জন্য ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডাসহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি।
এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র্যাফেল ড্র এর আয়োজন।
আজকে থেকে শুরু হওয়া সিটি আইটি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
রিপোর্টারের নাম 

























