নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে আসন্ন সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হাসনা মওদুদ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ওই বৈঠকে তারেক রহমান তাকে নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান। দলীয় প্রধানের এই আহ্বানে সাড়া দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে হাসনা জসীমউদ্দীন মওদুদ জানান, দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও আনুগত্য থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর তার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদের দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার ও ওই এলাকায় তার পরিবারের প্রভাবের কারণে হাসনা মওদুদের প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আগ্রহ ছিল। তবে দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের নির্দেশনার প্রতি গুরুত্ব দিয়ে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নিলেন।
রিপোর্টারের নাম 
























