ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দেশের ইতিহাসে প্রথমবার: পাঁচ কোটি শিশুকে লক্ষ্য করে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রথমবারের মতো একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হলো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, টাইফয়েডের এই টিকাদান পৃথিবীর বৃহত্তম কর্মসূচিগুলোর মধ্যে একটি। বাংলাদেশ এই সাফল্যের অংশীদার হতে পেরেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা (শিক্ষার্থীরা) নিজেরা টিকা নেওয়ার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে পারেন। তিনি আরও জানান, আগামী বছর থেকে এই টিকা সরকারিভাবে বিনামূল্যে দেওয়া নাও হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, টিকাটি পাওয়া যাবে না, শুধু তখন ব্যক্তিগত উদ্যোগে নিতে হতে পারে।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান আরও বলেন, এই টাইফয়েডের ভ্যাকসিনটি প্রায় ১০০ বছরের গবেষণার ফল। এত দীর্ঘ সময় ধরে কাজ করার পর আজ আমরা যে কার্যকর টিকা পেয়েছি, তা মানবতার জন্য এক বিশাল অর্জন। আমি আশা করি, আপনারা সবাই দায়িত্বশীলতার সঙ্গে টিকা গ্রহণ করবেন এবং অন্যদেরও সচেতন করবেন। তিনি যোগ করেন, আপনারা অনেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী বা প্রশাসক হবেন। কিন্তু এর বাইরে আমাদের প্রয়োজন চিন্তাশীল মানুষ, গবেষক। কারণ আগামী পৃথিবী হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। আজ থেকেই আপনারা জ্ঞান, গবেষণা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করুন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকটে বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে সৌরচালিত আধুনিক গ্যাজেট

দেশের ইতিহাসে প্রথমবার: পাঁচ কোটি শিশুকে লক্ষ্য করে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

আপডেট সময় : ১১:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হলো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, টাইফয়েডের এই টিকাদান পৃথিবীর বৃহত্তম কর্মসূচিগুলোর মধ্যে একটি। বাংলাদেশ এই সাফল্যের অংশীদার হতে পেরেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা (শিক্ষার্থীরা) নিজেরা টিকা নেওয়ার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে পারেন। তিনি আরও জানান, আগামী বছর থেকে এই টিকা সরকারিভাবে বিনামূল্যে দেওয়া নাও হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, টিকাটি পাওয়া যাবে না, শুধু তখন ব্যক্তিগত উদ্যোগে নিতে হতে পারে।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান আরও বলেন, এই টাইফয়েডের ভ্যাকসিনটি প্রায় ১০০ বছরের গবেষণার ফল। এত দীর্ঘ সময় ধরে কাজ করার পর আজ আমরা যে কার্যকর টিকা পেয়েছি, তা মানবতার জন্য এক বিশাল অর্জন। আমি আশা করি, আপনারা সবাই দায়িত্বশীলতার সঙ্গে টিকা গ্রহণ করবেন এবং অন্যদেরও সচেতন করবেন। তিনি যোগ করেন, আপনারা অনেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী বা প্রশাসক হবেন। কিন্তু এর বাইরে আমাদের প্রয়োজন চিন্তাশীল মানুষ, গবেষক। কারণ আগামী পৃথিবী হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। আজ থেকেই আপনারা জ্ঞান, গবেষণা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করুন।