ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বালুচিস্তানে নতুন বন্দর তৈরিতে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের প্রস্তাব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে আরব সাগরে একটি বন্দর তৈরি ও পরিচালনার প্রস্তাব পেশ করেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা। ফাইন্যানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, এই পরিকল্পনায় মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আহরণের জন্য বালুচিস্তানের গওয়াদার জেলার পাশনি শহরে একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। পাশনি এমন একটি বন্দর শহর যা আফগানিস্তান ও ইরানের সীমানার কাছাকাছি।

সেপ্টেম্বরে হোয়াইট হাউজে অনুষ্ঠিত  সেনাপ্রধান আসিম মুনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই প্রস্তাব এসেছে। ওই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকান কোম্পানিগুলোকে কৃষি, প্রযুক্তি, খনিজ ও শক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবনায় এই বন্দরকে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি। বরং বন্দর থেকে পশ্চিমাঞ্চলের খনিজ সমৃদ্ধ এলাকায় রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য। যদিও এই প্রস্তাবের বিষয়ে পাকিস্তান বা মার্কিন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে সু চির সাবেক আসনে জয়ী জান্তা সমর্থিত দল ইউএসডিপি

বালুচিস্তানে নতুন বন্দর তৈরিতে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের প্রস্তাব

আপডেট সময় : ০৩:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে আরব সাগরে একটি বন্দর তৈরি ও পরিচালনার প্রস্তাব পেশ করেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা। ফাইন্যানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, এই পরিকল্পনায় মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আহরণের জন্য বালুচিস্তানের গওয়াদার জেলার পাশনি শহরে একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। পাশনি এমন একটি বন্দর শহর যা আফগানিস্তান ও ইরানের সীমানার কাছাকাছি।

সেপ্টেম্বরে হোয়াইট হাউজে অনুষ্ঠিত  সেনাপ্রধান আসিম মুনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই প্রস্তাব এসেছে। ওই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকান কোম্পানিগুলোকে কৃষি, প্রযুক্তি, খনিজ ও শক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবনায় এই বন্দরকে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি। বরং বন্দর থেকে পশ্চিমাঞ্চলের খনিজ সমৃদ্ধ এলাকায় রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য। যদিও এই প্রস্তাবের বিষয়ে পাকিস্তান বা মার্কিন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি।