ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা: নিহত ২, আহত ৭

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে।নিহতরা হলেন:মাগুরা জেলার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান সাকিব (২৪)।পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম গ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস প্রথমে দ্রুত গতিতে চলতে গিয়ে অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। প্রথম দুর্ঘটনার পর বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে, একই লেনে থাকা একটি দ্রুতগতির ট্রাক এসে ওই বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সাকিব নামক এক যাত্রী নিহত হন। কমপক্ষে ৭ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা নামে অপর এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৈরি পোশাক রপ্তানিতে মন্দা: ঝুঁকির মুখে বিনিয়োগ ও কর্মসংস্থান

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা: নিহত ২, আহত ৭

আপডেট সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে।নিহতরা হলেন:মাগুরা জেলার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান সাকিব (২৪)।পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম গ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস প্রথমে দ্রুত গতিতে চলতে গিয়ে অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। প্রথম দুর্ঘটনার পর বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে, একই লেনে থাকা একটি দ্রুতগতির ট্রাক এসে ওই বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সাকিব নামক এক যাত্রী নিহত হন। কমপক্ষে ৭ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা নামে অপর এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’