ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দিনাজপুরে আত্রাই নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দর ও সদর উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর পানিতে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো দৈনন্দিন কাজে বের হন স্থানীয় বাসিন্দারা। এ সময় নদীর পানিতে সন্দেহজনক কিছু ভাসতে দেখে তাদের মনে খটকা লাগে। উৎসুক জনতা কাছে গিয়ে দুটি মরদেহ শনাক্ত করেন এবং লোকবল জড়ো করে সেগুলো পাড়ে তুলে আনেন। পরবর্তীতে বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, নদীতে মরদেহ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, আত্রাই নদীর এই অংশে বর্তমানে তেমন কোনো স্রোত নেই। তাই মরদেহগুলো দূর থেকে ভেসে আসার সম্ভাবনা খুবই কম। তাদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং অন্য কোথাও হত্যার পর মরদেহ দুটি এখানে ফেলে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু এখন সময়ের দাবি: শফিকুল আলম

দিনাজপুরে আত্রাই নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দর ও সদর উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর পানিতে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো দৈনন্দিন কাজে বের হন স্থানীয় বাসিন্দারা। এ সময় নদীর পানিতে সন্দেহজনক কিছু ভাসতে দেখে তাদের মনে খটকা লাগে। উৎসুক জনতা কাছে গিয়ে দুটি মরদেহ শনাক্ত করেন এবং লোকবল জড়ো করে সেগুলো পাড়ে তুলে আনেন। পরবর্তীতে বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, নদীতে মরদেহ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, আত্রাই নদীর এই অংশে বর্তমানে তেমন কোনো স্রোত নেই। তাই মরদেহগুলো দূর থেকে ভেসে আসার সম্ভাবনা খুবই কম। তাদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং অন্য কোথাও হত্যার পর মরদেহ দুটি এখানে ফেলে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।