ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজনের মৃত্যু: ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন:মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮)।আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫)।অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিল। এসময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়ক পার হচ্ছিল। দ্রুতগামী বাসটি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়।এতে অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যান। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।তিনজনের মরদেহ এলাকায় নিয়ে আসলে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতে বাসের চাপায় দুইজনের মৃত্যুর খবর তাঁরা নিশ্চিত করেছেন। আরেকজনের মৃত্যুর খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তবে ঘাতক বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে এবং এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৈরি পোশাক রপ্তানিতে মন্দা: ঝুঁকির মুখে বিনিয়োগ ও কর্মসংস্থান

নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজনের মৃত্যু: ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা

আপডেট সময় : ১২:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন:মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮)।আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫)।অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিল। এসময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়ক পার হচ্ছিল। দ্রুতগামী বাসটি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়।এতে অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যান। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।তিনজনের মরদেহ এলাকায় নিয়ে আসলে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতে বাসের চাপায় দুইজনের মৃত্যুর খবর তাঁরা নিশ্চিত করেছেন। আরেকজনের মৃত্যুর খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তবে ঘাতক বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে এবং এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।