নেকাব ইস্যুতে এক বিএনপি নেতার বক্তব্যের কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শিবির সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন, নেকাব নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার মন্তব্য কেবল ধৃষ্টতাপূর্ণই নয়, বরং এটি চরম অজ্ঞতা ও ইসলামবিদ্বেষের বহিঃপ্রকাশ। তিনি বলেন, মুসলিম নারীদের জন্য নেকাব কেবল একটি সাধারণ পোশাক নয়; এটি তাদের ঈমানি পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এবং শরিয়তসম্মত ইবাদত। পবিত্র কুরআনের সুরা আহযাবের উদ্ধৃতি দিয়ে তিনি পর্দার আবশ্যকতা ও শালীনতার গুরুত্ব তুলে ধরেন।
নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ধর্মীয় বিধান নিয়ে বিদ্রূপ করা কোনোভাবেই রাজনৈতিক দূরদর্শিতা হতে পারে না। এই ধরনের মন্তব্য মুসলিম নারীদের ধর্মীয় ও মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস। তিনি দেশের বিদ্যমান আইনের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশের সংবিধানের ৪১(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সনদ (ICCPR)-এর ১৮ নম্বর অনুচ্ছেদেও ধর্মীয় অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতার চূড়ান্ত স্বীকৃতি রয়েছে।
পরিশেষে, মানুষের বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের বিধানকে উপহাস করা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
রিপোর্টারের নাম 























