ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত দুই আনসার সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আশ্রয়ের খোঁজে আসা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। গভীর রাতে নিরাপত্তার কথা চিন্তা করে দম্পতিটি সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। এরপর সুকৌশলে স্বামীকে নতুন ভবনের নিচ তলায় বসিয়ে রেখে স্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার ওই নারী নিচে নেমে তার স্বামীকে বিস্তারিত জানালে তারা স্থানীয়দের সহায়তায় থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে অভিযান চালায় এবং দায়িত্বরত আনসার সদস্যদের মধ্য থেকে ভুক্তভোগীর শনাক্ত করা দুই সদস্যকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে যায়।

সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি সাংবাদিকদের জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা আনসার কমান্ড্যান্টের কার্যালয়ের সহকারী কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, হাসপাতালের মতো একটি নিরাপদ স্থানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত আনসার সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীর পোশাক কারখানায় আতঙ্ক, ‘প্যানিক অ্যাটাকে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ভর্তি হাসপাতালে

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত দুই আনসার সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আশ্রয়ের খোঁজে আসা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। গভীর রাতে নিরাপত্তার কথা চিন্তা করে দম্পতিটি সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। এরপর সুকৌশলে স্বামীকে নতুন ভবনের নিচ তলায় বসিয়ে রেখে স্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার ওই নারী নিচে নেমে তার স্বামীকে বিস্তারিত জানালে তারা স্থানীয়দের সহায়তায় থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে অভিযান চালায় এবং দায়িত্বরত আনসার সদস্যদের মধ্য থেকে ভুক্তভোগীর শনাক্ত করা দুই সদস্যকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে যায়।

সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি সাংবাদিকদের জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা আনসার কমান্ড্যান্টের কার্যালয়ের সহকারী কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, হাসপাতালের মতো একটি নিরাপদ স্থানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত আনসার সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।