ইরানে চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে এবার রাজপথে নেমেছেন দেশটির সরকারপন্থি হাজারো মানুষ। বিদেশি মদদপুষ্ট দাঙ্গাকারীদের অপতৎপরতা রুখে দিতে এবং জাতীয় সংহতি বজায় রাখতে দেশজুড়ে এই বিশাল পাল্টা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, শনিবার সকাল থেকেই ইরানের বিভিন্ন প্রদেশে বিক্ষোভকারীরা সমবেত হতে শুরু করেন। দেশের কোনো কোনো অঞ্চলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যেই বড় ধরনের জমায়েত লক্ষ্য করা গেছে। তবে রাজধানী তেহরানসহ দেশের অধিকাংশ প্রধান প্রদেশে মূল বিক্ষোভ সমাবেশগুলো স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশে যে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার পেছনে বিদেশি শক্তির প্রত্যক্ষ ইন্ধন ও মদদ রয়েছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার এই অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হতেই তারা রাজপথে অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থলগুলো থেকে তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা ও দাঙ্গার খবর পাওয়া যাচ্ছিল। সেই প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই ব্যাপক গণজমায়েতের ডাক দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পাল্টা কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















