নীলফামারীর কিশোরগঞ্জে সারের কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে বিক্রির অপরাধে এক বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বড়ভিটা ইউনিয়নের অনুমোদিত সার ডিলার জাহেদুল ইসলামের দোকানে সরকারি নিয়ম অমান্য করে সার বিক্রির গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। এর ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওই ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে পটাশ সারের মজুত ও বিক্রির হিসাবে ব্যাপক অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া কৃষকদের কাছে সার বিক্রির ক্যাশ মেমো যাচাই করে দেখা যায়, প্রকৃত কৃষকদের সার না দিয়ে অধিক মুনাফার আশায় তা কালোবাজারে বিক্রি করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় ডিলার জাহেদুল ইসলাম উপস্থিত না থাকায় তার ম্যানেজার জালালউদ্দিনের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানার ৩০ হাজার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, রশিদের মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি না করে অবৈধভাবে কালোবাজারে বিক্রির প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই ডিলারকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সার বিতরণ নিশ্চিত করতে তাদের তদারকি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম আঞ্জুম সোহানিয়া জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সারের বাজারে যেকোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা কালোবাজারি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
রিপোর্টারের নাম 
























