ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

হোয়াটসঅ্যাপে যোগ হলো মেসেজ রিমাইন্ডার, যেভাবে সেট করবেন

হোয়াটসঅ্যাপ এখন আইফোন ব্যবহারকারীদের জন্য এক নতুন ফিচার এনেছে—মেসেজ রিমাইন্ডার। আগে কোনো গুরুত্বপূর্ণ বার্তা মনে রাখতে অনেকে স্টার দিতেন, পিন করতেন বা স্ক্রিনশট নিয়ে আলাদা করে সংরক্ষণ করতেন। এখন আর সেই ঝামেলা নেই। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের ভেতর থেকেই নির্দিষ্ট বার্তায় রিমাইন্ডার সেট করা যাবে।

এই ফিচারের ফলে কাজের মেসেজ, বন্ধুর পাঠানো মনে করিয়ে দেওয়া নোট, কিংবা গ্রুপের গুরুত্বপূর্ণ তথ্য—সবকিছুই এখন ঠিক সময়ে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নিজেই। ফলে অ্যাপটি শুধু যোগাযোগের মাধ্যমেই সীমাবদ্ধ থাকছে না, বরং একধরনের প্রোডাক্টিভিটি টুল হিসেবেও কাজ করছে।

কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ রিমাইন্ডার সেট করবেন

১. হোয়াটসঅ্যাপ খুলুন
যে চ্যাটের নির্দিষ্ট মেসেজে রিমাইন্ডার দিতে চান, সেখানে যান।

২. মেসেজটি লং-প্রেস করুন
মেসেজ বুদবুদে চাপ দিয়ে ধরে রাখুন, দেখবেন বিভিন্ন অপশন আসছে।

৩. ‘মোর…’ নির্বাচন করুন
পপ-আপ মেনু থেকে মোর… অপশনটি চাপুন।

৪.  ‘রিমাইন্ড মি’ বেছে নিন এবং সিলেক্ট করুন।

৫. রিমাইন্ডারের সময় নির্ধারণ করুন
হোয়াটসঅ্যাপ আপনাকে চারটি বিকল্প দেবে— ২ ঘণ্টা, ৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা এবং কাস্টম (আপনার ইচ্ছেমতো সময় ও তারিখ সেট করতে পারবেন)।

৬. ঘণ্টার আইকন দেখুন
রিমাইন্ডার সেট হলে মেসেজের কোনায় একটি ছোট ঘণ্টা আইকন দেখা যাবে।

৭. নির্ধারিত সময়ে নোটিফিকেশন পাবেন
রিমাইন্ডারের সময় হলে হোয়াটসঅ্যাপ আপনাকে নোটিফাই করবে। আপনার প্রিভিউ সেটিংস অন থাকলে বার্তার কিছু অংশও দেখতে পারবেন।

রিমাইন্ডার কীভাবে বাতিল করবেন

রিমাইন্ডার আর প্রয়োজন না হলে—

ঘণ্টার আইকন থাকা মেসেজটি লং-প্রেস করুন

মোর… ট্যাপ করুন, তারপর ‘ক্যানসেল রিমাইন্ডার’ নির্বাচন করুন।

কেন এই ফিচারটি গুরুত্বপূর্ণ

সহজতা: আর স্টার বা স্ক্রিনশটের ওপর নির্ভর করতে হবে না।

প্রোডাক্টিভিটি: গুরুত্বপূর্ণ কথোপকথন ভুলে যাওয়ার সুযোগ কমে যাবে।

নমনীয়তা: কাস্টম রিমাইন্ডার দিয়ে নিজের মতো সময় নির্ধারণ করা যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধাটি এখন ওহায়াটসঅ্যাপ ভার্সন ২৫.২৫.৭৪-এ-এ পাওয়া যাচ্ছে। বহু চ্যাট সামলাতে হয় বা প্রতিটি বার্তা মনে রাখতে সমস্যা হয়—এমন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে খুব কার্যকর একটি আপডেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বৈত নাগরিকত্ব জটিলতা: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা আপিলেও বাতিল

হোয়াটসঅ্যাপে যোগ হলো মেসেজ রিমাইন্ডার, যেভাবে সেট করবেন

আপডেট সময় : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপ এখন আইফোন ব্যবহারকারীদের জন্য এক নতুন ফিচার এনেছে—মেসেজ রিমাইন্ডার। আগে কোনো গুরুত্বপূর্ণ বার্তা মনে রাখতে অনেকে স্টার দিতেন, পিন করতেন বা স্ক্রিনশট নিয়ে আলাদা করে সংরক্ষণ করতেন। এখন আর সেই ঝামেলা নেই। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের ভেতর থেকেই নির্দিষ্ট বার্তায় রিমাইন্ডার সেট করা যাবে।

এই ফিচারের ফলে কাজের মেসেজ, বন্ধুর পাঠানো মনে করিয়ে দেওয়া নোট, কিংবা গ্রুপের গুরুত্বপূর্ণ তথ্য—সবকিছুই এখন ঠিক সময়ে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নিজেই। ফলে অ্যাপটি শুধু যোগাযোগের মাধ্যমেই সীমাবদ্ধ থাকছে না, বরং একধরনের প্রোডাক্টিভিটি টুল হিসেবেও কাজ করছে।

কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ রিমাইন্ডার সেট করবেন

১. হোয়াটসঅ্যাপ খুলুন
যে চ্যাটের নির্দিষ্ট মেসেজে রিমাইন্ডার দিতে চান, সেখানে যান।

২. মেসেজটি লং-প্রেস করুন
মেসেজ বুদবুদে চাপ দিয়ে ধরে রাখুন, দেখবেন বিভিন্ন অপশন আসছে।

৩. ‘মোর…’ নির্বাচন করুন
পপ-আপ মেনু থেকে মোর… অপশনটি চাপুন।

৪.  ‘রিমাইন্ড মি’ বেছে নিন এবং সিলেক্ট করুন।

৫. রিমাইন্ডারের সময় নির্ধারণ করুন
হোয়াটসঅ্যাপ আপনাকে চারটি বিকল্প দেবে— ২ ঘণ্টা, ৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা এবং কাস্টম (আপনার ইচ্ছেমতো সময় ও তারিখ সেট করতে পারবেন)।

৬. ঘণ্টার আইকন দেখুন
রিমাইন্ডার সেট হলে মেসেজের কোনায় একটি ছোট ঘণ্টা আইকন দেখা যাবে।

৭. নির্ধারিত সময়ে নোটিফিকেশন পাবেন
রিমাইন্ডারের সময় হলে হোয়াটসঅ্যাপ আপনাকে নোটিফাই করবে। আপনার প্রিভিউ সেটিংস অন থাকলে বার্তার কিছু অংশও দেখতে পারবেন।

রিমাইন্ডার কীভাবে বাতিল করবেন

রিমাইন্ডার আর প্রয়োজন না হলে—

ঘণ্টার আইকন থাকা মেসেজটি লং-প্রেস করুন

মোর… ট্যাপ করুন, তারপর ‘ক্যানসেল রিমাইন্ডার’ নির্বাচন করুন।

কেন এই ফিচারটি গুরুত্বপূর্ণ

সহজতা: আর স্টার বা স্ক্রিনশটের ওপর নির্ভর করতে হবে না।

প্রোডাক্টিভিটি: গুরুত্বপূর্ণ কথোপকথন ভুলে যাওয়ার সুযোগ কমে যাবে।

নমনীয়তা: কাস্টম রিমাইন্ডার দিয়ে নিজের মতো সময় নির্ধারণ করা যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধাটি এখন ওহায়াটসঅ্যাপ ভার্সন ২৫.২৫.৭৪-এ-এ পাওয়া যাচ্ছে। বহু চ্যাট সামলাতে হয় বা প্রতিটি বার্তা মনে রাখতে সমস্যা হয়—এমন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে খুব কার্যকর একটি আপডেট।