দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পাবলিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা বোর্ড। নতুন ঘোষণা অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখও চূড়ান্ত করা হয়েছে, যা আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার রীতি দীর্ঘদিনের। তবে করোনা মহামারির পরবর্তী প্রভাব এবং বিভিন্ন অনিবার্য পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনা করে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন কেবল চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষার প্রাথমিক প্রস্তুতি হিসেবে ফরম পূরণের কার্যক্রম ১ মার্চ থেকে শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্র ব্যবস্থাপনা—সবক্ষেত্রেই কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ চলছে। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগগুলো।
রিপোর্টারের নাম 
























