জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আজ সোমবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন।
মামলার নথিপত্র অনুযায়ী, গত ২২ ডিসেম্বর প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের সপক্ষে শুনানি সম্পন্ন করে। শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ তুলে ধরা হয়। অন্যদিকে, গত ৬ জানুয়ারি আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এই মামলা থেকে তাদের অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগে উল্লেখ করা হয়েছে, সালমান এফ রহমান ও আনিসুল হকের প্রত্যক্ষ প্ররোচনা, সুগভীর ষড়যন্ত্র ও সহযোগিতায় তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা সাধারণ ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার করে। এর ফলে রংপুরের আবু সাঈদসহ সারা দেশে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হন এবং ইমরান হোসেনসহ প্রায় ২৫ হাজারের বেশি ছাত্র-জনতা গুরুতর জখম ও পঙ্গুত্বের শিকার হন।
আজকের আদেশের মাধ্যমেই নির্ধারিত হবে এই দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কি না। এ নিয়ে আদালত প্রাঙ্গণসহ দেশজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 























