ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সেন্টারের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার পর পুনরায় কেন্দ্রটি চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে একদল বিক্ষুব্ধ জনতা ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে অগ্রসর হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মূলত কর্মকর্তা ও আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই ভারতীয় কর্তৃপক্ষ সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে গুলিতে যুবক নিহত: জামায়াত কর্মীর পরিচয় দাবি, থমথমে জনপদ, মেলেনি মামলা

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট সময় : ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সেন্টারের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার পর পুনরায় কেন্দ্রটি চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে একদল বিক্ষুব্ধ জনতা ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে অগ্রসর হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মূলত কর্মকর্তা ও আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই ভারতীয় কর্তৃপক্ষ সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।