ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মেট্রোরেল লাইনে ককটেল উদ্ধার, শনাক্তে মাঠে নেমেছে পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল লাইনের ওপর অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় কাফরুল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

কাফরুল থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব কাজীপাড়া মেট্রোস্টেশনের কাছে ট্র্যাক লাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে রাতেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা বাদী হয়ে মেট্রোরেল আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন, যেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ককটেলগুলো পাশের কোনো ভবন বা ছাদ থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের কয়েকজন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলার রায়কে কেন্দ্র করে গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছে।

এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, নিরাপত্তাব্যবস্থার মাঝে স্টেশন থেকে ককটেল নিক্ষেপ করা প্রায় অসম্ভব। পাশের ভবন থেকে নিক্ষেপ করা হলে তা বিস্ফোরিত হওয়ার কথা। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে লাইনে ককটেল সদৃশ বস্তু রাখা হয়ে থাকতে পারে।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল নিয়ম মেনে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

এলপিজি আমদানিতে বিশেষ ঋণসুবিধা: ২৭০ দিন পর্যন্ত বাকিতে আনার সুযোগ

মেট্রোরেল লাইনে ককটেল উদ্ধার, শনাক্তে মাঠে নেমেছে পুলিশ

আপডেট সময় : ০৮:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল লাইনের ওপর অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় কাফরুল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

কাফরুল থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব কাজীপাড়া মেট্রোস্টেশনের কাছে ট্র্যাক লাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে রাতেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা বাদী হয়ে মেট্রোরেল আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন, যেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ককটেলগুলো পাশের কোনো ভবন বা ছাদ থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের কয়েকজন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলার রায়কে কেন্দ্র করে গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছে।

এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, নিরাপত্তাব্যবস্থার মাঝে স্টেশন থেকে ককটেল নিক্ষেপ করা প্রায় অসম্ভব। পাশের ভবন থেকে নিক্ষেপ করা হলে তা বিস্ফোরিত হওয়ার কথা। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে লাইনে ককটেল সদৃশ বস্তু রাখা হয়ে থাকতে পারে।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল নিয়ম মেনে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে।