ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে গত কয়েক দিনে দেশটির নিরাপত্তাবাহিনীর অন্তত ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে।
ইরানজুড়ে ছড়িয়ে পড়া এই অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেলেও রবিবার ঠিক কতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন, সে বিষয়ে তাসনিম নিউজ এজেন্সি কোনও সুনির্দিষ্ট তথ্য দেয়নি। এখন পর্যন্ত দেশটির সরকারের পক্ষ থেকে হতাহতের কোনও আনুষ্ঠানিক পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি।
সরকারি হিসাব না থাকলেও তেহরানের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন, রাজধানীর ছয়টি হাসপাতালেই অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর রেকর্ড রয়েছে। ওই চিকিৎসকের দাবি, নিহতদের বেশিরভাগই সরাসরি গুলিতে প্রাণ হারিয়েছেন।
এর আগে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত নিহতের সংখ্যা ১১৬।
পুরো দেশ এখন থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। ইরানি রিয়ালের ব্যাপক দরপতন এবং চরম অর্থনৈতিক মন্দার মুখে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। শুরুতে এই বিক্ষোভ কেবল অর্থনীতির ওপর ভিত্তি করে থাকলেও পরবর্তীতে তা দ্রুত বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
রিপোর্টারের নাম 






















