সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার অধীনে প্রথম টুর্নামেন্ট। স্কুল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে ভারতে বিশ্বকাপ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। সেই চিঠির জবাব এখনও পায়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সোমবার পাওয়া যাবে আইসিসির জবাব। এরপরেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার কথায় বুঝিয়ে দিয়েছেন, ভারতের অন্য কোন ভেন্যুতেও খেলতে রাজি নয় বিসিবি।
নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। সেই চিঠির জবাব এখনও পায়নি বিসিবি। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘না, আমরা এখনও কোনো জবাব পাইনি। আমরা ওটা যতগুলো লিংক দরকার বা যতগুলো তথ্য দেওয়ার সব দিয়েছি। তো আমরা অপেক্ষা করছি আইসিসি কী জানায়।’ কবে নাগাদ আইসিসি চিঠির জবাব দিয়ে সেটা নিয়ে বুলবুল বলেন, ‘মানে সহজ অঙ্ক হিসেব করলে আজকে (গতকাল)- কালকে (আজ) তো দুবাই বন্ধ। হয়তো সোম-মঙ্গলবারের দিকে আসতে পারে ইনশাআল্লাহ।’
ফিরতি চিঠিতে আইসিসি যদি ভারতে খেলতে বলে, সেক্ষেত্রে বিসিবির সিদ্ধান্ত কী হবে? সেই প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। আপনারা জানেন আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের নির্দেশ ও সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এবং যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখন সেখানেই আছি।’ তবে আইসিসির ফিরতি চিঠি না আসা পর্যন্ত চূড়ান্ত কিছু জানাতে চান না জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে কিছু বলতে পারছি না, চিঠিটা না আসা পর্যন্ত।’
বিভিন্ন সময়ে জানা গেছে, অনানুষ্ঠানিকভাবেও বিসিবির সঙ্গে কথা বলেছে আইসিসি। সেটা অস্বীকার করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘এটা (আইসিসি) অনেক পেশাদার প্রতিষ্ঠান। ওই তো আনুষ্ঠানিক কথাবার্তার বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’
তবে নিজেদের সিদ্ধান্তে অটল থাকা বিসিবি এবার পেয়েছে জনগণের সমর্থন। এ কারণেই আশাবাদী বদল হবে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেন্যু। তবে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে সাধারণ মানুষের সমর্থন থাকা নিয়ে বুলবুল বলেন, ‘আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট। এবং আমি কাজ আমি আমি আবারও বলছি এবং আগেও বলেছি দেশ সবার আগে।’ পাশাপাশি তিনি আশা করেন এবারের বিশ্বকাপ কোনভাবেই মিস করবে না বাংলাদেশ দল। বিশ্বকাপ খেলা নিয়ে দোলাচল থাকলেও সব প্রস্তুতি নেওয়া আছে বলেও নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম বুলবুল।
এছাড়া বিসিবিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় পরিচালক এম নাজমুল ইসলাম। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে কটুক্তি করেন। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি যেভাবে পারফরম্যান্স করেছে… লেখার আগে চিন্তা করা উচিত ছিল। সম্মান করা উচিত ছিল।’ এই পরিচালকের বিরুদ্ধে বিসিবি কোন পদক্ষেপ নিয়েছে কি না এই প্রশ্নের জবাবে জানান, কারণ দর্শাতে বলা হয়েছে। তবে সেটা আনুষ্ঠানিক নাকি অনানুষ্ঠানিক সেটা নিশ্চিত করেননি।
কারণ দর্শানোর এই বিষয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘তিনি নিজেও তো একজন পরিচালক। তো আমরা আমাদের বোর্ড মিটিং আছে ২৪ তারিখে তখন আমরা ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করব।’
এই দুই ঘটনা মিলিয়ে এখন বিসিবি অনেকটা চাপে আছে কি না সেটাও জিজ্ঞাসা ছিল বুলবুলের কাছে। তবে এটাকে কোনভাবেই চাপ হিসেবে নিচ্ছেন না তিনি।
রিপোর্টারের নাম 























