ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বৃথা গেলো হৃদয়ের ৯৭*, ওয়াসিম-শান্তর ব্যাটে দাপুটে জয় রাজশাহীর

চলতি বিপিএলে রংপুর রাইডার্সকে আরেকটি হারের স্বাদ দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রবিবার ৭ উইকেটের সহজ জয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। লিগ পর্বে এর আগে সুপার ওভারেও রংপুরকে হারিয়েছিল তারা।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। ওপেনার মোহাম্মদ ওয়াসিম অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের ভিত গড়ে দেন। ৫৯ বলে খেলা তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার। 

জয়ের পথে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন তার যোগ্য সঙ্গী। ৪২ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শান্ত। তাতে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার। দুজনের গড়া ৮২ রানের বড় জুটিতে আর কোনও নাটকীয়তার সুযোগই পায়নি রংপুর। শান্ত যখন আউট হন, তখন দলের স্কোর ২ উইকেটে ১৫৫ রান। দ্রুত সময়ে জেমস নিশাম ১ রানে ফিরলেও রায়ান বার্লকে নিয়ে ১৯.১ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন ওয়াসিম। 

রংপুরের হয়ে আকিফ জাভেদ ৪৩ রানে দুটি উইকেট নিয়েছেন। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। অপরাজিত ইনিংসে যার ভিত গড়েছেন ওপেনার তাওহীদ হৃদয়। ৮টি চার ও ৬টি ছক্কায় ৯৭* রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে নামা হৃদয় পাওয়ারপ্লেতেই দাপট দেখান। পরে খুশদিল শাহর সঙ্গে জুটি বেঁধে ইনিংসের গতি বাড়ান। খুশদিল ২৯ বলে ৪৪ রান করে আউট হয়েছেন। তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। যদিও হৃদয়ের ইনিংস বৃথা গেছে শেষ পর্যন্ত। 

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রাজশাহী। সমান ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর। 

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

বৃথা গেলো হৃদয়ের ৯৭*, ওয়াসিম-শান্তর ব্যাটে দাপুটে জয় রাজশাহীর

আপডেট সময় : ০৮:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

চলতি বিপিএলে রংপুর রাইডার্সকে আরেকটি হারের স্বাদ দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রবিবার ৭ উইকেটের সহজ জয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। লিগ পর্বে এর আগে সুপার ওভারেও রংপুরকে হারিয়েছিল তারা।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। ওপেনার মোহাম্মদ ওয়াসিম অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের ভিত গড়ে দেন। ৫৯ বলে খেলা তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার। 

জয়ের পথে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন তার যোগ্য সঙ্গী। ৪২ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শান্ত। তাতে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার। দুজনের গড়া ৮২ রানের বড় জুটিতে আর কোনও নাটকীয়তার সুযোগই পায়নি রংপুর। শান্ত যখন আউট হন, তখন দলের স্কোর ২ উইকেটে ১৫৫ রান। দ্রুত সময়ে জেমস নিশাম ১ রানে ফিরলেও রায়ান বার্লকে নিয়ে ১৯.১ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন ওয়াসিম। 

রংপুরের হয়ে আকিফ জাভেদ ৪৩ রানে দুটি উইকেট নিয়েছেন। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। অপরাজিত ইনিংসে যার ভিত গড়েছেন ওপেনার তাওহীদ হৃদয়। ৮টি চার ও ৬টি ছক্কায় ৯৭* রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে নামা হৃদয় পাওয়ারপ্লেতেই দাপট দেখান। পরে খুশদিল শাহর সঙ্গে জুটি বেঁধে ইনিংসের গতি বাড়ান। খুশদিল ২৯ বলে ৪৪ রান করে আউট হয়েছেন। তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। যদিও হৃদয়ের ইনিংস বৃথা গেছে শেষ পর্যন্ত। 

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রাজশাহী। সমান ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর।