ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার ৫৭ শতাংশ ঋণ নিয়েছে সরকার

হঠাৎ করেই আবার চাপে পড়তে শুরু করেছে দেশের ব্যাংক ব্যবস্থা। চলতি অর্থবছরের শুরুতে সরকার যেখানে ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ পরিশোধে মনোযোগী ছিল, সেখানে কয়েক মাসের ব্যবধানে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে সরকারের ব্যাংকঋণ নেওয়ার গতি দ্রুত বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই ব্যাংক খাত থেকে লক্ষ্যমাত্রার ৫৭ শতাংশের বেশি ঋণ নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংকগুলো থেকে ৫৯ হাজার ৭৫৬ কোটি টাকা নিট ঋণ নিয়েছে, যা এ অর্থবছরের বাজেট লক্ষ্যমাত্রার ৫৭ দশমিক ৪৫ শতাংশ। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস চারদিনে সরকার ব্যাংক খাত থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে, তা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬১৯ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে সরকার নিট ঋণ নিয়েছিল আট হাজার ৩১২ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের ৩০ অক্টোবর পর্যন্ত সরকারের ব্যাংকঋণ ৫০৩ কোটি টাকা কমেছিল।

খাতসংশ্লিষ্টদের মতে, অর্থবছরের শুরুর দিকে সরকার উন্নয়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল। পাশাপাশি রাজস্ব আয়ের ভালো প্রবৃদ্ধি এবং বিদেশি ঋণপ্রাপ্তির কারণে সরকারের প্রাথমিকভাবে ঋণচাহিদা কম ছিল। তবে বর্তমানে উন্নয়ন ব্যয়ের গতি বৃদ্ধি, সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ, নির্বাচনি ব্যয় এবং ভর্তুকি ও সুদ পরিশোধের দায় বেড়ে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা আবার বেড়েছে। এতে একদিকে সরকারের তাৎক্ষণিক অর্থসংস্থানের চাপ কিছুটা কমছে, অন্যদিকে ব্যাংক খাতে তারল্য পরিস্থিতি ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওয়ানডে জয়ে বাংলাদেশের সৈকত, আইসিসি চুক্তিতে নেই বিসিবির বাধা

ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার ৫৭ শতাংশ ঋণ নিয়েছে সরকার

আপডেট সময় : ০৬:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

হঠাৎ করেই আবার চাপে পড়তে শুরু করেছে দেশের ব্যাংক ব্যবস্থা। চলতি অর্থবছরের শুরুতে সরকার যেখানে ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ পরিশোধে মনোযোগী ছিল, সেখানে কয়েক মাসের ব্যবধানে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে সরকারের ব্যাংকঋণ নেওয়ার গতি দ্রুত বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই ব্যাংক খাত থেকে লক্ষ্যমাত্রার ৫৭ শতাংশের বেশি ঋণ নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংকগুলো থেকে ৫৯ হাজার ৭৫৬ কোটি টাকা নিট ঋণ নিয়েছে, যা এ অর্থবছরের বাজেট লক্ষ্যমাত্রার ৫৭ দশমিক ৪৫ শতাংশ। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস চারদিনে সরকার ব্যাংক খাত থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে, তা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬১৯ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে সরকার নিট ঋণ নিয়েছিল আট হাজার ৩১২ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের ৩০ অক্টোবর পর্যন্ত সরকারের ব্যাংকঋণ ৫০৩ কোটি টাকা কমেছিল।

খাতসংশ্লিষ্টদের মতে, অর্থবছরের শুরুর দিকে সরকার উন্নয়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল। পাশাপাশি রাজস্ব আয়ের ভালো প্রবৃদ্ধি এবং বিদেশি ঋণপ্রাপ্তির কারণে সরকারের প্রাথমিকভাবে ঋণচাহিদা কম ছিল। তবে বর্তমানে উন্নয়ন ব্যয়ের গতি বৃদ্ধি, সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ, নির্বাচনি ব্যয় এবং ভর্তুকি ও সুদ পরিশোধের দায় বেড়ে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা আবার বেড়েছে। এতে একদিকে সরকারের তাৎক্ষণিক অর্থসংস্থানের চাপ কিছুটা কমছে, অন্যদিকে ব্যাংক খাতে তারল্য পরিস্থিতি ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে।