ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দারিদ্র্য বিমোচনে প্রাতিষ্ঠানিক উদ্যোগ: গিভিং গ্রেস ফাউন্ডেশনের পথচলা শুরু

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ইসলামি সামাজিক অর্থায়নকে একটি সুসংহত ও কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’। যাকাত, সাদাকা, ওয়াকফ এবং ফারয হাসানার মতো ইসলামি অর্থায়ন পদ্ধতিগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার আওতায় এনে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এই নতুন সংগঠনের মূল উদ্দেশ্য।

ফাউন্ডেশনটি মূলত সুপরিকল্পিত উপায়ে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষায় কাজ করবে। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার স্বপ্ন দেখছে গিভিং গ্রেস ফাউন্ডেশন।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রখ্যাত আলেম-ওলামা, খ্যাতিমান অর্থনীতিবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ, কর্পোরেট ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী আয়োজনে গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড ও অ্যাডভাইজরি বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে যাকাতের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লক্ষ কোটি টাকা যাকাত আদায় হওয়ার সুযোগ থাকলেও এর বেশিরভাগই অপ্রাতিষ্ঠানিক উপায়ে বিতরণ হয়। এই বিপুল পরিমাণ অর্থ যদি একটি সুচিন্তিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, তবে তা দারিদ্র্য নিরসনে এবং সামগ্রিক সামাজিক নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি জোর দিয়ে বলেন, “প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা কেবল দারিদ্র্য দূরীকরণের একটি মাধ্যম নয়, এটি একইসাথে একটি মর্যাদাপূর্ণ ও টেকসই উন্নয়নের পথ তৈরি করে।” গিভিং গ্রেস ফাউন্ডেশন এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচার হবে আপসহীন, বিশেষ ট্রাইব্যুনালের দাবি শিক্ষার্থীদের: প্রসিকিউটর তামীম

দারিদ্র্য বিমোচনে প্রাতিষ্ঠানিক উদ্যোগ: গিভিং গ্রেস ফাউন্ডেশনের পথচলা শুরু

আপডেট সময় : ১০:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ইসলামি সামাজিক অর্থায়নকে একটি সুসংহত ও কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’। যাকাত, সাদাকা, ওয়াকফ এবং ফারয হাসানার মতো ইসলামি অর্থায়ন পদ্ধতিগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার আওতায় এনে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এই নতুন সংগঠনের মূল উদ্দেশ্য।

ফাউন্ডেশনটি মূলত সুপরিকল্পিত উপায়ে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষায় কাজ করবে। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার স্বপ্ন দেখছে গিভিং গ্রেস ফাউন্ডেশন।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রখ্যাত আলেম-ওলামা, খ্যাতিমান অর্থনীতিবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ, কর্পোরেট ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী আয়োজনে গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড ও অ্যাডভাইজরি বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে যাকাতের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লক্ষ কোটি টাকা যাকাত আদায় হওয়ার সুযোগ থাকলেও এর বেশিরভাগই অপ্রাতিষ্ঠানিক উপায়ে বিতরণ হয়। এই বিপুল পরিমাণ অর্থ যদি একটি সুচিন্তিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, তবে তা দারিদ্র্য নিরসনে এবং সামগ্রিক সামাজিক নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি জোর দিয়ে বলেন, “প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা কেবল দারিদ্র্য দূরীকরণের একটি মাধ্যম নয়, এটি একইসাথে একটি মর্যাদাপূর্ণ ও টেকসই উন্নয়নের পথ তৈরি করে।” গিভিং গ্রেস ফাউন্ডেশন এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।