ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে দেশ: জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শুরু করে উপকূলীয় এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সবচেয়ে বেশি শিকার হচ্ছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতবস্ত্রের অভাবে তাদের রাত কাটছে সীমাহীন কষ্টে।

হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে। সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। শিশু ও বয়স্করাই এই সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে শীতের তীব্রতা ও জনভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রায় ২২টি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এসেছে। রংপুর ও রাজশাহী বিভাগসহ নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কিছুদিন জারি থাকতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আগামী ১০ জানুয়ারি শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে গুরুত্বারোপ

শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে দেশ: জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা

আপডেট সময় : ০২:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শুরু করে উপকূলীয় এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সবচেয়ে বেশি শিকার হচ্ছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতবস্ত্রের অভাবে তাদের রাত কাটছে সীমাহীন কষ্টে।

হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে। সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। শিশু ও বয়স্করাই এই সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে শীতের তীব্রতা ও জনভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রায় ২২টি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এসেছে। রংপুর ও রাজশাহী বিভাগসহ নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কিছুদিন জারি থাকতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আগামী ১০ জানুয়ারি শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।