ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় পরীক্ষা আজ: ১০ লাখ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের মেগা পরীক্ষা শুরু হচ্ছে আজ। শুক্রবার (৯ জানুয়ারি) তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা আয়োজিত হচ্ছে। এবারের পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে প্রায় ১০ লাখ ৮০ হাজার ৮০ জন চাকরিপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। এর আগে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে গত ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। প্রশাসনিক সমন্বয় ও পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে আজ বিকেলে এই পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণ করা হয়।

পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রার্থীদের অবশ্যই দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করে নিজ আসনে বসতে হবে। দুপুর আড়াইটায় কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না।

কেন্দ্রে বই, খাতা, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, স্মার্ট ঘড়ি ও ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং উত্তরপত্রে কেবল কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। এছাড়া ওএমআর শিটে নির্ধারিত সেট কোড ভুল করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

প্রশ্নপত্র ফাঁসের গুজব ও জালিয়াতি রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অধিদপ্তর জানিয়েছে, নিয়োগের পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, এবারের নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ছয় বিভাগে ৭ লাখ ৪৫ হাজার এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৩৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। যোগ্য প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় পরীক্ষা আজ: ১০ লাখ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

আপডেট সময় : ১০:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের মেগা পরীক্ষা শুরু হচ্ছে আজ। শুক্রবার (৯ জানুয়ারি) তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা আয়োজিত হচ্ছে। এবারের পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে প্রায় ১০ লাখ ৮০ হাজার ৮০ জন চাকরিপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। এর আগে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে গত ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। প্রশাসনিক সমন্বয় ও পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে আজ বিকেলে এই পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণ করা হয়।

পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রার্থীদের অবশ্যই দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করে নিজ আসনে বসতে হবে। দুপুর আড়াইটায় কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না।

কেন্দ্রে বই, খাতা, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, স্মার্ট ঘড়ি ও ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং উত্তরপত্রে কেবল কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। এছাড়া ওএমআর শিটে নির্ধারিত সেট কোড ভুল করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

প্রশ্নপত্র ফাঁসের গুজব ও জালিয়াতি রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অধিদপ্তর জানিয়েছে, নিয়োগের পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, এবারের নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ছয় বিভাগে ৭ লাখ ৪৫ হাজার এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৩৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। যোগ্য প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার।