জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২২ ঘণ্টা পরও ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ঘোষিত ১৪টি কেন্দ্রের ফলাফলে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদগুলোতে প্রার্থীরা একে অপরের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সভাপতি (ভিপি) পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে রয়েছেন। তিনি এখন পর্যন্ত ১ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলীম আরিফ ১ হাজার ৬১২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা ১ হাজার ৪৬৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু এবং হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এখন পর্যন্ত ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, মার্কেটিং, অনুজীব বিজ্ঞান, দর্শন ও বায়োকেমিস্ট্রি, প্রাণীবিদ্যা বিভাগ এবং চারুকলা অনুষদ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান এবং কানিজ ফাতেমা কাকলী পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করছেন।
রিপোর্টারের নাম 
























