সরকারি চাকরির সবচেয়ে বড় পরীক্ষা বিসিএস-এ দীর্ঘদিনের জট কমানোর জন্য যুগান্তকারী ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে একটি বিসিএসের পুরো নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ আয়োজিত ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে’ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। পিএসসি চেয়ারম্যান বলেন, বিসিএস পরীক্ষায় জট কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন এখন থেকে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ অথবা ‘এক বিসিএস, এক বছর’ নীতিতে চলবে। দেশের সরকারি চাকরির এই বৃহত্তম পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে সম্পন্ন করার জন্য পিএসসি কাজ করছে।
অধ্যাপক মোবাশ্বের মোনেম আরও বলেন, অতীতে প্রশ্নফাঁসের যে অভিযোগ ছিল, তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে এ ধরনের কোনো সুযোগ নেই।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতন করতে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ এই ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে’র আয়োজন করে থাকে।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ৫০তম বিসিএসে অংশ নেওয়ার জন্য ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন বলে পিএসসি নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 
























