যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সম্প্রতি সম্পন্ন হওয়া ‘এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’-এর বর্ণাঢ্য সাফল্য উদযাপন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এক বিশেষ নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬টায় ফ্লোরিডার রয়্যাল পাম বিচ সিভিক সেন্টারে (১৫১ সিভিক সেন্টার ওয়ে, রয়্যাল পাম বিচ, ফ্লোরিডা ৩৩৪১১) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য ও তাদের পরিবারবর্গকে এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি অ্যাডভোকেট এম. রহমান জহির এবং সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ এক যৌথ বিবৃতিতে জানান, প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও সহযোগিতার ফলেই ‘এশিয়ান এক্সপো’ সফল করা সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই আসন্ন সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ প্রবাসী বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
রিপোর্টারের নাম 

























