ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা সহজ করতে চ্যাটজিপিটিতে ‘শপিং রিসার্চ’ নামে একটি নতুন টুল যুক্ত করেছে ওপেনএআই। এই টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন অনলাইনে পণ্য অনুসন্ধান করতে পারবেন, একই ধরনের অন্যান্য পণ্যের দামের সঙ্গে তুলনা করতে পারবেন এবং নির্দিষ্ট পণ্যের গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজে জানতে পারবেন। ওপেনএআই জানিয়েছে, রিয়েলটাইম তথ্যের ভিত্তিতে ভালো মানের পণ্য কেনার সিদ্ধান্ত নিতে এই টুলটি বিশেষভাবে কার্যকর হবে।
ওপেনএআই-এর তথ্য অনুযায়ী, শপিং রিসার্চ টুল ব্যবহার করে বিভিন্ন পণ্যের দামের পরিবর্তন, ব্যবহারকারীদের রিভিউ, পণ্যের প্রাপ্যতা, স্পেসিফিকেশনসহ নানা প্রয়োজনীয় তথ্য জানা সম্ভব হবে। এর পাশাপাশি, দুই বা ততোধিক পণ্যের বৈশিষ্ট্য পাশাপাশি রেখে তুলনা করা যাবে। পণ্যগুলোর ওপর থাকা ছাড়, ডেলিভারির সময়সীমা বা অতিরিক্ত সুবিধার মতো তথ্যও এখানে তুলে ধরা হবে। ব্যবহারকারীর বাজেট, পছন্দ বা নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী টুলটি ব্যক্তিগত পরামর্শও দিতে সক্ষম।
টুলটি চালু করলে একটি ভিজ্যুয়াল ইন্টারফেস দেখা যাবে। সেখানে ব্যবহারকারী তার বাজেট এবং পণ্যটির গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারবেন। মেমোরি ফিচার সক্রিয় করলে দ্রুত সুনির্দিষ্ট ফলাফল জানা সহজ হবে। বিশেষজ্ঞদের ধারণা, ব্যবহারকারীদের কেনাকাটার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারা এই ধরনের সেবা ভবিষ্যতে ওপেনএআইয়ের জন্য নতুন আয়ের একটি পথ তৈরি করতে পারে।
ওপেনএআই জানিয়েছে, মোবাইল এবং ওয়েব প্ল্যাটফর্মে লগইন করা চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য টুলটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। ফ্রি, গো, প্লাস ও প্রো—সব ধরনের প্ল্যান ব্যবহারকারীরাই এই সুবিধাটি পাবেন। চ্যাটজিপিটিকে অনলাইন কেনাকাটার আরও নির্ভরযোগ্য সহযোগী হিসেবে গড়ে তুলতেই ওপেনএআই নতুন এই সুবিধা চালু করেছে।
রিপোর্টারের নাম 

























