ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৩

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশার কামড়ে ছড়ানো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন।

এই ছয়জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে। আর সব মিলিয়ে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৬ হাজার ৪২৩ জন।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে আছেন ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে সাতজন।

এই সময়ে যে ছয়জন মারা গেছেন, তাদের মধ্যে চারজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় অবশ্য ৯৭০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং সে বছর মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, সেবার মারা যান ১ হাজার ৭০৫ জন। আর ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকটে বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে সৌরচালিত আধুনিক গ্যাজেট

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৩

আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশার কামড়ে ছড়ানো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন।

এই ছয়জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে। আর সব মিলিয়ে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৬ হাজার ৪২৩ জন।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে আছেন ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে সাতজন।

এই সময়ে যে ছয়জন মারা গেছেন, তাদের মধ্যে চারজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় অবশ্য ৯৭০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং সে বছর মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, সেবার মারা যান ১ হাজার ৭০৫ জন। আর ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।