ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

উত্তর থেকে দক্ষিণ: সম্প্রীতির বার্তা নিয়ে বাংলাবান্ধা থেকে টেকনাফ পদযাত্রায় টাঙ্গাইলের প্রিজম

বাংলাদেশের উত্তর প্রান্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে দক্ষিণ প্রান্ত কক্সবাজারের টেকনাফ পর্যন্ত পায়ে হেঁটে এক দীর্ঘ অভিযাত্রা শুরু করেছেন টাঙ্গাইলের যুবক টি এম খালিদ মাহমুদ প্রিজম। সোমবার সকাল সাড়ে ৯টায় তেঁতুলিয়া চৌরাস্তার ঐতিহাসিক ‘তেঁতুলতলা’ থেকে তার এই ‘ক্রস কান্ট্রি ওয়াকিং জার্নি’র শুভ সূচনা হয়। পেশায় পর্যটন বিষয়ক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) প্রিজম দেশজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং দেশের প্রকৃতি ও মানুষকে নিবিড়ভাবে জানতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

সাধারণত দেশের পর্যটক ও ভ্রমণপিপাসুরা টেকনাফ থেকে যাত্রা শুরু করে উত্তর প্রান্তের দিকে যান। তবে প্রিজম বেছে নিয়েছেন উল্টো পথ—অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে। এই যাত্রার শুরুর স্থানটি তার জন্য অত্যন্ত আবেগঘন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ২০০৬ সালে তার বাবা মরহুম ফজলুল হক তালুকদার তেঁতুলিয়া মডেল থানায় কর্মরত থাকাকালীন এই তেঁতুলতলার গোড়া বাঁধাই ও বসার জায়গার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাবার স্মৃতিবিজড়িত সেই স্থান থেকেই নিজের দীর্ঘ পথচলা শুরু করতে পেরে তিনি আপ্লুত।

নিজের এই উদ্যোগ সম্পর্কে প্রিজম বলেন, “এটি কোনো রেকর্ড গড়ার প্রতিযোগিতা নয়, বরং নিজের সামর্থ্যকে যাচাই করা এবং দেশের মাটি ও মানুষের গল্পের সঙ্গে পরিচিত হওয়ার একটি প্রচেষ্টা। আমি চাই এই দীর্ঘ পথচলার মাধ্যমে দেশের প্রকৃতিকে নতুনভাবে পর্যটকদের কাছে তুলে ধরতে।”

ভ্রমণপেশার সাথে যুক্ত থাকায় দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করা এবং মানুষকে দেশ ভ্রমণে উৎসাহিত করাও তার এই যাত্রার অন্যতম উদ্দেশ্য। পদযাত্রার মাধ্যমে তিনি দেশের বিভিন্ন জেলার পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ করবেন এবং সংগৃহীত অভিজ্ঞতা ভ্রমণপিপাসুদের মাঝে ছড়িয়ে দেবেন।

ব্যক্তিগত লক্ষ্যের পাশাপাশি দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি বিশেষ প্রত্যাশার কথা জানিয়েছেন এই পদযাত্রী। আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়—এমন শুভকামনা ব্যক্ত করেছেন তিনি। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় সবার কাছে দোয়া চেয়ে তিনি তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভ্যন্তরীণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

উত্তর থেকে দক্ষিণ: সম্প্রীতির বার্তা নিয়ে বাংলাবান্ধা থেকে টেকনাফ পদযাত্রায় টাঙ্গাইলের প্রিজম

আপডেট সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের উত্তর প্রান্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে দক্ষিণ প্রান্ত কক্সবাজারের টেকনাফ পর্যন্ত পায়ে হেঁটে এক দীর্ঘ অভিযাত্রা শুরু করেছেন টাঙ্গাইলের যুবক টি এম খালিদ মাহমুদ প্রিজম। সোমবার সকাল সাড়ে ৯টায় তেঁতুলিয়া চৌরাস্তার ঐতিহাসিক ‘তেঁতুলতলা’ থেকে তার এই ‘ক্রস কান্ট্রি ওয়াকিং জার্নি’র শুভ সূচনা হয়। পেশায় পর্যটন বিষয়ক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) প্রিজম দেশজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং দেশের প্রকৃতি ও মানুষকে নিবিড়ভাবে জানতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

সাধারণত দেশের পর্যটক ও ভ্রমণপিপাসুরা টেকনাফ থেকে যাত্রা শুরু করে উত্তর প্রান্তের দিকে যান। তবে প্রিজম বেছে নিয়েছেন উল্টো পথ—অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে। এই যাত্রার শুরুর স্থানটি তার জন্য অত্যন্ত আবেগঘন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ২০০৬ সালে তার বাবা মরহুম ফজলুল হক তালুকদার তেঁতুলিয়া মডেল থানায় কর্মরত থাকাকালীন এই তেঁতুলতলার গোড়া বাঁধাই ও বসার জায়গার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাবার স্মৃতিবিজড়িত সেই স্থান থেকেই নিজের দীর্ঘ পথচলা শুরু করতে পেরে তিনি আপ্লুত।

নিজের এই উদ্যোগ সম্পর্কে প্রিজম বলেন, “এটি কোনো রেকর্ড গড়ার প্রতিযোগিতা নয়, বরং নিজের সামর্থ্যকে যাচাই করা এবং দেশের মাটি ও মানুষের গল্পের সঙ্গে পরিচিত হওয়ার একটি প্রচেষ্টা। আমি চাই এই দীর্ঘ পথচলার মাধ্যমে দেশের প্রকৃতিকে নতুনভাবে পর্যটকদের কাছে তুলে ধরতে।”

ভ্রমণপেশার সাথে যুক্ত থাকায় দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করা এবং মানুষকে দেশ ভ্রমণে উৎসাহিত করাও তার এই যাত্রার অন্যতম উদ্দেশ্য। পদযাত্রার মাধ্যমে তিনি দেশের বিভিন্ন জেলার পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ করবেন এবং সংগৃহীত অভিজ্ঞতা ভ্রমণপিপাসুদের মাঝে ছড়িয়ে দেবেন।

ব্যক্তিগত লক্ষ্যের পাশাপাশি দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি বিশেষ প্রত্যাশার কথা জানিয়েছেন এই পদযাত্রী। আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়—এমন শুভকামনা ব্যক্ত করেছেন তিনি। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় সবার কাছে দোয়া চেয়ে তিনি তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন।