ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

তানজানিয়ার রেলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার তানজানিয়ার দার এস সালামে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন প্রকল্প, রেলযোগাযোগ এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে তানজানিয়ার প্রেসিডেন্ট হাসান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীনআফ্রিকাসহযোগিতা ফোরামের আওতায় তানজানিয়ার উন্নয়নে চীন যে ব্যাপক সমর্থন দিয়েছে, তার জন্য তারা কৃতজ্ঞ। সামিয়া সুলুহু হাসান পুনরুক্তি করেন যে, তানজানিয়া দৃঢ়ভাবে ‘একচীন’ নীতি মেনে চলে।

তানজানিয়া চীনের সঙ্গে তাদের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করতে এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। বিশেষ করে তানজানিয়াজাম্বিয়া রেলপথ এবং আঞ্চলিক সমৃদ্ধি এলাকার নির্মাণকাজ সফলভাবে এগিয়ে নিতে দেশটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া রাজনৈতিক দলের মধ্যে বিনিময় জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ বয়ে আনতে তানজানিয়া ইচ্ছুক বলে জানান তিনি।

প্রেসিডেন্ট হাসান সি চিনপিংয়ের উত্থাপিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করেন। তানজানিয়া এখন চীনের সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতে এবং একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত আন্তর্জাতিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে চায়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রেসিডেন্ট হাসানকে শি জিনপিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, চীন তানজানিয়ার সঙ্গে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্বারোপ করে। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যেসব বিষয়ে মতৈক্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ে চীন প্রস্তুত। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সূত্র: সিএমজি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল মহারণ: আজ সিলেট-রংপুর, ঢাকা-রাজশাহী; টিভিতে কখন দেখবেন?

তানজানিয়ার রেলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন

আপডেট সময় : ০৯:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার তানজানিয়ার দার এস সালামে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন প্রকল্প, রেলযোগাযোগ এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে তানজানিয়ার প্রেসিডেন্ট হাসান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীনআফ্রিকাসহযোগিতা ফোরামের আওতায় তানজানিয়ার উন্নয়নে চীন যে ব্যাপক সমর্থন দিয়েছে, তার জন্য তারা কৃতজ্ঞ। সামিয়া সুলুহু হাসান পুনরুক্তি করেন যে, তানজানিয়া দৃঢ়ভাবে ‘একচীন’ নীতি মেনে চলে।

তানজানিয়া চীনের সঙ্গে তাদের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করতে এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। বিশেষ করে তানজানিয়াজাম্বিয়া রেলপথ এবং আঞ্চলিক সমৃদ্ধি এলাকার নির্মাণকাজ সফলভাবে এগিয়ে নিতে দেশটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া রাজনৈতিক দলের মধ্যে বিনিময় জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ বয়ে আনতে তানজানিয়া ইচ্ছুক বলে জানান তিনি।

প্রেসিডেন্ট হাসান সি চিনপিংয়ের উত্থাপিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করেন। তানজানিয়া এখন চীনের সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতে এবং একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত আন্তর্জাতিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে চায়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রেসিডেন্ট হাসানকে শি জিনপিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, চীন তানজানিয়ার সঙ্গে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্বারোপ করে। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যেসব বিষয়ে মতৈক্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ে চীন প্রস্তুত। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সূত্র: সিএমজি