ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগের চেয়েও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবার জন্য সমান ক্ষেত্র’ (লেভেল প্লেয়িং ফিল্ড)-এর জন্য আগের নির্বাচনগুলোতে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছিল, এবার তার চেয়ে আরো অনেক বেশি দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচন জনগণের ওপর নির্ভর করে এবং ভোটাররা যত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান এবং তার কোনো আত্মীয়-স্বজন বা তিনি নিজেও কোনো অনিয়ম করলে তা লেখার আহ্বান জানান। এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ইরানে সহিংসতায় প্রাণহানি: দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগের চেয়েও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১১:০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবার জন্য সমান ক্ষেত্র’ (লেভেল প্লেয়িং ফিল্ড)-এর জন্য আগের নির্বাচনগুলোতে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছিল, এবার তার চেয়ে আরো অনেক বেশি দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচন জনগণের ওপর নির্ভর করে এবং ভোটাররা যত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান এবং তার কোনো আত্মীয়-স্বজন বা তিনি নিজেও কোনো অনিয়ম করলে তা লেখার আহ্বান জানান। এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।