বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ ডিসেম্বর ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কানেক্টিভিটি বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। হাইকমিশনার ইমরান হায়দার বৈঠকে জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বর্তমানে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।
বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আগামী জানুয়ারি মাস থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা। দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর এই সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রম আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা খাতেও বড় ধরনের সহযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে।
হাইকমিশনার উল্লেখ করেন, বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষা, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক বিষয়গুলোতে আগ্রহী। এছাড়া লিভার ও কিডনি প্রতিস্থাপনের মতো উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের যাতায়াত বাড়ছে। ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে এই ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।
রিপোর্টারের নাম 
























