দিল্লির লাল কেল্লার কাছে এক শক্তিশালী বিস্ফোরণে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে ভারত।
সোমবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনটি অনুযায়ী, ভারত পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের সাথে তার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাক সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে, একই সাথে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত এবং অন্যান্য সংবেদনশীল চেকপয়েন্টগুলিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকা পারাপারকারী সকল ব্যক্তির উপর নিবিড় তল্লাশি চলছে, পরিচয়পত্রের পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পরেই ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ডগ স্কোয়াড এবং উন্নত নজরদারি সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
এছাড়া, কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, দেরাদুন, হরিয়ানা এবং উত্তরপ্রদেশসহ বেশ কয়েকটি শহর ও রাজ্যে সতর্কতা ঘোষণা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়ীবোমা বিস্ফোরণ হয়।
রিপোর্টারের নাম 





















