ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

প্রবাসী ভোটারদের জন্য ১৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত হলে দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।

রোববার বিকেলে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ইসি জানিয়েছিল, ১৬ নভেম্বর এই অ্যাপের উদ্বোধন করা হবে। তবে ইসি সচিব বলেন, ১৬ নভেম্বর রোববার। এদিন বিশ্বের বিভিন্ন দেশে সাপ্তাহিক ছুটি থাকে। তা ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ১৮ নভেম্বর। এ দুটি বিষয় বিবেচনা করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এবার প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি। এ ছাড়া ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ জন্য ভোটারদের আগে এই অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। অ্যাপটি উদ্বোধনের পর থেকেই প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনের সামনে কয়েক দিন ধরে অনশন করছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনগতভাবে ইসির দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, তা ইসি চিঠির মাধ্যমে দলটিকে জানিয়েছে।

ইসি সচিব আরও বলেন, এখন তারা (আমজনতা দল) চাইলে আপিল করতে পারে। তাদের যেসব ঘাটতি আছে, সেগুলো পূরণ করতে পারে। তাঁর অনুরোধ, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ইরানে মুক্তির ডাক: পাহলভির আশাবাদ, জনবিক্ষোভের নতুন পর্যায় নতুন নিউজ

প্রবাসী ভোটারদের জন্য ১৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

আপডেট সময় : ০২:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত হলে দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।

রোববার বিকেলে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ইসি জানিয়েছিল, ১৬ নভেম্বর এই অ্যাপের উদ্বোধন করা হবে। তবে ইসি সচিব বলেন, ১৬ নভেম্বর রোববার। এদিন বিশ্বের বিভিন্ন দেশে সাপ্তাহিক ছুটি থাকে। তা ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ১৮ নভেম্বর। এ দুটি বিষয় বিবেচনা করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এবার প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি। এ ছাড়া ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ জন্য ভোটারদের আগে এই অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। অ্যাপটি উদ্বোধনের পর থেকেই প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনের সামনে কয়েক দিন ধরে অনশন করছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনগতভাবে ইসির দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, তা ইসি চিঠির মাধ্যমে দলটিকে জানিয়েছে।

ইসি সচিব আরও বলেন, এখন তারা (আমজনতা দল) চাইলে আপিল করতে পারে। তাদের যেসব ঘাটতি আছে, সেগুলো পূরণ করতে পারে। তাঁর অনুরোধ, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।