ওমান, কাতার ও সৌদি আরবে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থেকে এই তিন দেশে যাত্রার আগে প্রবাসীরা সহজেই একটি বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ভিসা যাচাই করে নিতে পারবেন, যা তাদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেবে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে।
গত রবিবার (১১ জানুয়ারি) সেবাদানকারী প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত জালিয়াতি থেকে রক্ষা এবং স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই জরুরি সেবাটি পেতে আগ্রহী কর্মীরা ১৬৭৬৮ নম্বরে ফোন করে তাদের ভিসার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবেন। তথ্য পাওয়ার পর প্ল্যাটফর্মটির বিশেষজ্ঞ দল দ্রুত ভিসার সত্যতা যাচাই করবে। যাচাই প্রক্রিয়া শেষে গ্রাহকের মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসার বৈধতা বা অবৈধতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
যদি কোনো ভিসার তথ্য সংশ্লিষ্ট সার্ভারে না পাওয়া যায়, তবে সেবাদানকারী প্রতিষ্ঠানটি কর্মীকে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেবে। অন্যদিকে, ভিসা বৈধ প্রমাণিত হলে এবং সংশ্লিষ্ট সরকারের প্রয়োজনীয় অনুমোদন থাকলে, এসএমএসের মাধ্যমে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে। এই অভিনব ডিজিটাল যাচাই প্রক্রিয়া প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি ও অনিশ্চয়তা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























