অক্টোবর মাস বিশ্বজুড়ে “পিঙ্ক মান্থ” বা স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে গতকাল শনিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব, ঢাকা এবং “আমরা নারী” ও এর সহযোগী প্রতিষ্ঠান “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” একসঙ্গে একটি “স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও আলোচনা সভা”-এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. লায়লা শিরিন। এছাড়া একই প্রতিষ্ঠানের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. খাদেমুল বাশারও উপস্থিত ছিলেন।
সভাটির সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক এ. কে. এম. মহসিন, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা এবং কার্যনির্বাহী সদস্য শাহনাজ পলি ও মাসুমুর রহমান খলিলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্যসেবা উপকমিটির সদস্য মোহাম্মদ মাহমুদুজ্জামান।
সেমিনারে অংশগ্রহণকারীরা একমত হন যে, স্তন ক্যান্সার শুধু একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি সামাজিক চ্যালেঞ্জও। সম্মিলিত সচেতনতা এবং মানবিক উদ্যোগের মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। আলোচনায় আরও বলা হয়, স্তন ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে মানুষের মধ্যে আত্মপরীক্ষা, সচেতনতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়া সম্ভব। সেই সাথে, মিডিয়া মানুষের মনের ভয় ও সামাজিক দ্বিধা ভাঙতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে উৎসাহ দিতে এবং নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রিপোর্টারের নাম 

























