শিরোনাম: ঢাকা কলেজে মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়লেন দুই শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। রোববার (১ ডিসেম্বর) রাতে কলেজের উত্তর ছাত্রাবাস (নর্থ হল) এলাকায় মাদক সেবনকালে হল প্রশাসন তাদের হাতেনাতে ধরে ফেলে। অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
আটককৃত শিক্ষার্থীরা হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র রাশেদুল ইসলাম এবং ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. আলী তানজিম।
হল প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে উত্তর ছাত্রাবাসের পেছনের একটি নির্জন ও অন্ধকার স্থানে ওই দুই শিক্ষার্থী গোপনে ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি হলের কর্মচারীদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে হল প্রাধ্যক্ষকে অবহিত করেন। খবর পেয়ে হল প্রাধ্যক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরবর্তীতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিচয়পত্র রেখে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তর ছাত্রাবাসের প্রাধ্যক্ষ মো. ইকবাল হোসাইন বলেন, “রাতের অন্ধকারে মাদক সেবনের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। আমি তখন একটি অনুষ্ঠানে ছিলাম, খবর পাওয়ামাত্রই সেখানে উপস্থিত হই। বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অভিযুক্তদের বিভাগীয় তথ্য ও পরিচয়পত্র আমাদের হেফাজতে রয়েছে।”
তিনি আরও জানান, আটককৃতদের পরীক্ষা থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং পরিচয় নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, “বিষয়টি সম্পর্কে আমি এখনো বিস্তারিত অবগত নই। তবে ক্যাম্পাসের অভ্যন্তরে এ ধরনের শৃঙ্খলাবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ক্যাম্পাসে মাদকের এমন ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কলেজ প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























