নেত্রকোণা সদর উপজেলার ঢাকা-মোহনগঞ্জ রেলপথে মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়, এর আগে শনিবার সন্ধ্যায় একই পথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান আরও দুই শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোণা পৌর শহরের রাজুর বাজার এলাকায় সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম ইয়াসিন আহমেদ সায়েম (২০)। তিনি বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের দরজায় দাঁড়িয়ে ভ্রমণ করছিলেন সায়েম। ট্রেনটি রাজুর বাজার এলাকা অতিক্রম করার সময় তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই রেলপথের চল্লিশা বাজার এলাকায় অপর একটি দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন—দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) এবং শেরপুর জেলার বাসিন্দা রাসেল মিয়া (২৫)।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি নেত্রকোণা সদরের চল্লিশা বাজার এলাকা অতিক্রম করার সময় ওই দুই শ্রমিক রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ট্রেনের শব্দ ও উপস্থিতি লক্ষ্য না করায় তারা সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশ আরও জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এসব দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই রেলপথে পৃথক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 























