রাজধানীর কাকরাইলে অবস্থিত ঐতিহ্যবাহী সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গির্জার মূল ফটকের স্টিলের পাতে এই বিস্ফোরণ ঘটে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গির্জার ভেতর থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
সেন্ট মেরি’স ক্যাথেড্রালের প্রধান পুরোহিত ফাদার অ্যালবার্ট রোজারিও বলেন, একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে গেটের বাইরে। আরেকটি ককটেল গেটের ভেতরে ফাটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফাটেনি। আমরা সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি, তারা এসে তদন্ত শুরু করেছে।
বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বোমা নিষ্ক্রিয়কারী দলও উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেছে। এর আগে গত অক্টোবরে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চেও একই ধরনের বোমা হামলার ঘটনা ঘটে। তবে সে ঘটনার তদন্তে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানা গেছে।
পুলিশ জানায়, এ ঘটনার পেছনে কারা জড়িত এবং এটি কোনো পরিকল্পিত নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























