মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর হুঁশিয়ারি ও হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কিউবা। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল সাফ জানিয়ে দিয়েছেন, কিউবা একটি স্বাধীন রাষ্ট্র এবং কোনো বহিঃশক্তির চাপে তারা নতি স্বীকার করবে না।
সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে সতর্ক করে বলেন, দেশটিকে অনতিবিলম্বে নির্দিষ্ট চুক্তির আওতায় আসতে হবে। অন্যথায় কিউবাকে এক অনিশ্চিত ও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।
ট্রাম্পের এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি কড়া বার্তা দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল। তিনি বলেন, “কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বা আমাদের কী করতে হবে তা বলে দেওয়ার অধিকার অন্য কোনো দেশের নেই।”
দেশপ্রেম ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার প্রশ্নে আপসহীন অবস্থানের কথা উল্লেখ করে ডিয়াজ ক্যানেল আরও বলেন, ক্যারিবিয়ান এই দ্বীপরাষ্ট্রের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত এবং প্রয়োজনে রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও স্বদেশকে রক্ষা করা হবে। কিউবার এই কড়া অবস্থান দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনকে আরও জোরালো করল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 






















