এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে নতুন করে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডেঙ্গুতে মারা যাওয়া ওই নারীর নাম হুসেন বানু (৬৩)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকার বাসিন্দা এবং একই এলাকার মৃত হোসেন আলীর মেয়ে। তাকে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ওইদিন দিবাগত রাত ১টার পর চিকিৎসাধীন অবস্থায় হুসেন বানু মারা যান।
ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং এই সময়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৮৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে পুরুষ ৫৯ জন, নারী ২১ জন এবং শিশু রয়েছে ৪ জন।
তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 

























