ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে এ বছর এখন পর্যন্ত মশাবাহিত এই জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে। এছাড়া, গত একদিনে নতুন করে আরও এক হাজার ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল বিভাগে মারা গেছেন দুইজন। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় বিভাগ ও সিটি কর্পোরেশন ভিত্তিক ভর্তি:এলাকা/বিভাগআক্রান্তের সংখ্যা বরিশাল বিভাগ১৮৬ জনঢাকা উত্তর সিটি করপোরেশন১৬৫ জনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন১৫৪ জনখুলনা বিভাগ৬৫ জনচট্টগ্রাম বিভাগ১২১ জনময়মনসিংহ ও রাজশাহী বিভাগ৫৬ জন করে মোট ১১২ জনরংপুর বিভাগ৫০ জনসিলেট বিভাগআটজনএ বছর (১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত) ডেঙ্গুতে মোট মৃত্যু:স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ২৬৩ জন।

এলাকা/বিভাগমৃতের সংখ্যাঢাকা দক্ষিণ সিটি করপোরেশন১২৯ জনবরিশাল বিভাগ৩৯ জনঢাকা উত্তর সিটি করপোরেশন৩৪ জনচট্টগ্রাম বিভাগ২৫ জনরাজশাহী বিভাগ১৪ জনময়মনসিংহ বিভাগ১০ জনখুলনা বিভাগআটজনঢাকা বিভাগতিনজনসিলেট বিভাগএকজন

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান: ৮ সশস্ত্র সন্ত্রাসী নিহত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন

আপডেট সময় : ০৫:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে এ বছর এখন পর্যন্ত মশাবাহিত এই জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে। এছাড়া, গত একদিনে নতুন করে আরও এক হাজার ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল বিভাগে মারা গেছেন দুইজন। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় বিভাগ ও সিটি কর্পোরেশন ভিত্তিক ভর্তি:এলাকা/বিভাগআক্রান্তের সংখ্যা বরিশাল বিভাগ১৮৬ জনঢাকা উত্তর সিটি করপোরেশন১৬৫ জনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন১৫৪ জনখুলনা বিভাগ৬৫ জনচট্টগ্রাম বিভাগ১২১ জনময়মনসিংহ ও রাজশাহী বিভাগ৫৬ জন করে মোট ১১২ জনরংপুর বিভাগ৫০ জনসিলেট বিভাগআটজনএ বছর (১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত) ডেঙ্গুতে মোট মৃত্যু:স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ২৬৩ জন।

এলাকা/বিভাগমৃতের সংখ্যাঢাকা দক্ষিণ সিটি করপোরেশন১২৯ জনবরিশাল বিভাগ৩৯ জনঢাকা উত্তর সিটি করপোরেশন৩৪ জনচট্টগ্রাম বিভাগ২৫ জনরাজশাহী বিভাগ১৪ জনময়মনসিংহ বিভাগ১০ জনখুলনা বিভাগআটজনঢাকা বিভাগতিনজনসিলেট বিভাগএকজন