ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ইসরাইলি হেফাজতে আরও এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু, যুদ্ধ শুরুর পর প্রাণহানি বেড়ে ৮৭

ইসরাইলের কারাগারে বন্দি অবস্থায় গাজার আরও এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংস্থাগুলোর দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি কারাগারে মোট ৮৭ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন।

ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এক যৌথ বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত ওই বন্দির নাম হামজা আবদুল্লাহ আব্দুলহাদি আদওয়ান। তিনি উত্তর গাজার বাসিন্দা ছিলেন।

বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ১২ নভেম্বর উত্তর গাজার একটি সামরিক চেকপয়েন্ট থেকে হামজাকে আটক করে ইসরাইলি বাহিনী। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং তার জরুরি উন্নত চিকিৎসা সেবার প্রয়োজন ছিল। তবে অভিযোগ উঠেছে, কারাগারে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। যথাযথ চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক আচরণ ও চিকিৎসা অবহেলার অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ বারবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। নতুন করে হামজার মৃত্যুর ঘটনাটি বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতিকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। গত এক বছরে বন্দি অবস্থায় মৃত্যুর এই ক্রমবর্ধমান সংখ্যাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়, আবেদনের সময় বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

ইসরাইলি হেফাজতে আরও এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু, যুদ্ধ শুরুর পর প্রাণহানি বেড়ে ৮৭

আপডেট সময় : ০২:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ইসরাইলের কারাগারে বন্দি অবস্থায় গাজার আরও এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংস্থাগুলোর দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি কারাগারে মোট ৮৭ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন।

ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এক যৌথ বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত ওই বন্দির নাম হামজা আবদুল্লাহ আব্দুলহাদি আদওয়ান। তিনি উত্তর গাজার বাসিন্দা ছিলেন।

বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ১২ নভেম্বর উত্তর গাজার একটি সামরিক চেকপয়েন্ট থেকে হামজাকে আটক করে ইসরাইলি বাহিনী। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং তার জরুরি উন্নত চিকিৎসা সেবার প্রয়োজন ছিল। তবে অভিযোগ উঠেছে, কারাগারে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। যথাযথ চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক আচরণ ও চিকিৎসা অবহেলার অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ বারবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। নতুন করে হামজার মৃত্যুর ঘটনাটি বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতিকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। গত এক বছরে বন্দি অবস্থায় মৃত্যুর এই ক্রমবর্ধমান সংখ্যাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।