হুমকি-ধমকি না দেওয়ার মুচলেকা প্রদানের পর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে একটি মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকা জেলা প্রশাসকের ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালতে এই আদেশ দেওয়া হয়।
গত বছরের ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরী। এরপর তাদের বিরুদ্ধে আনীত হুমকি-ধমকির অভিযোগের বিষয়ে জবাব দাখিলের জন্য আদালত ১২ জানুয়ারি দিন ধার্য করেন। নির্ধারিত দিনে মেহজাবীন ও তার ভাইয়ের পক্ষে আদালতে লিখিত জবাব দাখিল করা হয়।
আদালত কর্তৃক দাখিলকৃত জবাব সন্তোষজনক বিবেচিত হওয়ায়, শুনানিশেষে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই প্রসঙ্গে বাদীর আইনজীবী রায়হান গাজী নয়ন জানান, অভিনেত্রী মেহজাবীন ও তার ভাই বাদীকে আর কোনো প্রকার হুমকি-ধমকি দেবেন না মর্মে আদালতে মুচলেকা দিয়েছেন। আদালত সেই মুচলেকা গ্রহণ করে এই মামলা থেকে তাদের মুক্তি প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























