পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে পণ্য লেনদেন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, দুই দেশের মধ্যে সামগ্রিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০ শতাংশ কমেছে।
সীমান্তবর্তী এলাকাগুলোতে দফায় দফায় সংঘর্ষ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ক্রসিংগুলো অনিয়মিতভাবে বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মূলত সীমান্ত পারাপারে জটিলতা এবং নিরাপত্তা সংকটের কারণেই দুই দেশের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আমদান-রপ্তানি খাতে।
আফগানিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। তবে ২০২৫ সালের হিসেবে এই চিত্র আমূল বদলে গেছে। গত বছরের তুলনায় এ বছর বাণিজ্যের পরিমাণ ৬৯৫ মিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৭৬৬ বিলিয়ন ডলারে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন এবং সীমান্ত ব্যবস্থাপনায় স্থিতিশীলতা না ফিরলে এই বাণিজ্যিক ধস আরও দীর্ঘায়িত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টোলো নিউজ আফগান মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। বাণিজ্যের এই নিম্নমুখী প্রবণতা উভয় দেশের অর্থনীতির জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 






















