প্রথমবারের মতো থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। ১৩-২৫ জানুয়ারি ৭ দলের প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন ব্যাংককে ভালো ফল করার কথা শুনিয়েছেন।
মেয়েদের এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিতে যাওয়া ৬টি দেশ হলো ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
১৫ জানুয়ারি ভারত ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অভিযান। তার আগে আজ অধিনায়ক সাবিনা বলেছেন, ‘ফুটসালটা হচ্ছে আমাদের জন্য একেবারেই নতুন। তবে আমাদের বিশ্বাস আছে টুর্নামেন্টে ভালো কিছু করার এবং দেশের জন্য খেলাটা তো সবসময় গর্বের বিষয়।ইনশাআল্লাহ সেটাই আমাদের দৃঢ় লক্ষ্য।’
ফুটসালে অংশ নেওয়া দল সম্পর্কে তার কথা, ‘আমার মনে হয় সব দলই সমান অবস্থানে আছে। কারণ এটি সবার জন্যই নতুন। খেলোয়াড় নির্বাচনের জন্য আমরা মাত্র এক মাস সময় পেয়েছি এবং আপনারা জানেন যে সব খেলোয়াড়ই মূলত ফুটবলার, কারণ বাংলাদেশে কোনও ফুটসাল নেই।’
ইরানি কোচ খোদারাহেমিও আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘হ্যাঁ, শুরুর জন্য সব দেশেরই ভালো পরিকল্পনা এবং ভালো ভিত্তি প্রয়োজন। আমি আশা করি, ভবিষ্যতে সাফের ধাপ পেরিয়ে ইনশাআল্লাহ বিশ্বকাপে যাবে। আমি আশাবাদী, কারণ এখানে সম্ভাবনা আছে। যেমন ধরুন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি এবং ভারতের আরও বেশি। এসব দেশেই অনেক ভালো সম্ভাবনা আছে, শুধু কিছু পরিকল্পনা এবং উদ্যোগ প্রয়োজন।’
রিপোর্টারের নাম 






















