ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চীনের হারবিনে চলছে বরফ উৎসব

তীব্র বাতাসের সঙ্গে উড়ে বেড়াচ্ছে পেঁজা তুলার মতো তুষারের দল আর পায়ের নিচে বরফের স্তূপ। সেই বরফের মধ্যেই গড়াগড়ি করছে বিভিন্ন বয়সি মানুষ। শুধু তাই নয়, ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন ধরনের বরফ ভাস্কর্য। এ সবই হয়েছে চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরের ‘আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালে’। প্রতি বছরের মতো এবারও হারবিন শহরে তৈরি করা হয়েছে বরফ ভাস্কর্য, যা একেবারে ভিন্ন জগতে নিয়ে গেছে দর্শনার্থীদের।

চলতি বছরের ৫ জানুয়ারি রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বরফ উৎসবের ২৭তম আয়োজন। এবারের থিম ‘আ ফেইরি টেল ওয়ার্ল্ড’। এই থিমে টন টন বরফে তৈরি করা হয়েছে আস্ত একটি স্টিম ট্রেন, ক্রেমলিনের দুর্গ, স্লাইড, ঘোড়াসহ বিভিন্ন ভাস্কর্য। এসব ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪ লাখ কিউবেক বরফ ও তুষার। দিনের আলোয় এর সৌন্দর্য যেমন পর্যটক ও দর্শনার্থীদের মুগ্ধ করছে, তেমনি রাতের সৌন্দর্যেও মোহিত হচ্ছেন তারা। রাতের সৌন্দর্য তুলে ধরতে এসব ভাস্কর্যে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের রঙনি বাতি।

বিজ্ঞাপন
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মুক্তির ডাক: পাহলভির আশাবাদ, জনবিক্ষোভের নতুন পর্যায় নতুন নিউজ

চীনের হারবিনে চলছে বরফ উৎসব

আপডেট সময় : ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

তীব্র বাতাসের সঙ্গে উড়ে বেড়াচ্ছে পেঁজা তুলার মতো তুষারের দল আর পায়ের নিচে বরফের স্তূপ। সেই বরফের মধ্যেই গড়াগড়ি করছে বিভিন্ন বয়সি মানুষ। শুধু তাই নয়, ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন ধরনের বরফ ভাস্কর্য। এ সবই হয়েছে চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরের ‘আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালে’। প্রতি বছরের মতো এবারও হারবিন শহরে তৈরি করা হয়েছে বরফ ভাস্কর্য, যা একেবারে ভিন্ন জগতে নিয়ে গেছে দর্শনার্থীদের।

চলতি বছরের ৫ জানুয়ারি রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বরফ উৎসবের ২৭তম আয়োজন। এবারের থিম ‘আ ফেইরি টেল ওয়ার্ল্ড’। এই থিমে টন টন বরফে তৈরি করা হয়েছে আস্ত একটি স্টিম ট্রেন, ক্রেমলিনের দুর্গ, স্লাইড, ঘোড়াসহ বিভিন্ন ভাস্কর্য। এসব ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪ লাখ কিউবেক বরফ ও তুষার। দিনের আলোয় এর সৌন্দর্য যেমন পর্যটক ও দর্শনার্থীদের মুগ্ধ করছে, তেমনি রাতের সৌন্দর্যেও মোহিত হচ্ছেন তারা। রাতের সৌন্দর্য তুলে ধরতে এসব ভাস্কর্যে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের রঙনি বাতি।

বিজ্ঞাপন