ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দিল্লি ও আগরতলার পর এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনেও সাধারণ ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা সেবা স্থগিত করা হলেও জরুরি ‘ব্যবসায়িক’ ও ‘কর্মসংস্থান’ (ওয়ার্ক) ভিসা প্রদান কার্যক্রম চালু রাখা হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। সেই প্রেক্ষাপটেই ভারতের বিভিন্ন মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সীমিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা বলবৎ থাকবে। তবে কনস্যুলার সেবার আওতায় থাকা অন্যান্য জরুরি বিষয়গুলো কীভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য যে, এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও অনুরূপভাবে কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ওই সময় থেকে এখন পর্যন্ত সেসব মিশনে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। কলকাতার এই নতুন সিদ্ধান্তের ফলে ভারতের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বাংলাদেশে সাধারণ নাগরিকদের যাতায়াত সাময়িকভাবে সীমিত হয়ে পড়ল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

৫০ বছর আগের চুক্তিতে ট্রানজিট চায় নেপাল, বিদ্যুৎ চায় বাংলাদেশ

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

দিল্লি ও আগরতলার পর এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনেও সাধারণ ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা সেবা স্থগিত করা হলেও জরুরি ‘ব্যবসায়িক’ ও ‘কর্মসংস্থান’ (ওয়ার্ক) ভিসা প্রদান কার্যক্রম চালু রাখা হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। সেই প্রেক্ষাপটেই ভারতের বিভিন্ন মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সীমিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা বলবৎ থাকবে। তবে কনস্যুলার সেবার আওতায় থাকা অন্যান্য জরুরি বিষয়গুলো কীভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য যে, এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও অনুরূপভাবে কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ওই সময় থেকে এখন পর্যন্ত সেসব মিশনে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। কলকাতার এই নতুন সিদ্ধান্তের ফলে ভারতের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বাংলাদেশে সাধারণ নাগরিকদের যাতায়াত সাময়িকভাবে সীমিত হয়ে পড়ল।