আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিএনপির উন্নয়ন রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে চায়। ১৭ বছর পর দেশে ফেরার পর কোনো বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে আলোচনার প্রধান ৪টি দিক:
১. নির্বাচনের অঙ্গীকার ও শান্তি-সমঝোতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, তারেক রহমান ইইউ-কে আশ্বস্ত করেছেন যে বিএনপি একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, দেশে দীর্ঘ সময় মানুষ ভোট দিতে পারেনি, তাই এবারের নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম।
২. শ্রমিক অধিকার ও শ্রম আইন: ইইউ প্রতিনিধিদের অন্যতম উদ্বেগের বিষয় ছিল শ্রম অধিকার। এর জবাবে তারেক রহমান জানান, বিএনপি সরকারই অতীতে লেবার কোড সংশোধন ও লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করেছিল। আগামীতে আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে শ্রম আইনকে আরও আধুনিক করার প্রতিশ্রুতি দেন তিনি।
৩. ‘৩১ দফা’ ও রেইনবো নেশন: বৈঠকে বিএনপির রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ রূপরেখা নিয়ে আলোচনা হয়। তারেক রহমান জানান, বিভাজনের রাজনীতির বদলে তারা একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন ‘রেইনবো নেশন’ (Rainbow Nation) গড়তে চান, যেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং ডিজিটাল উদ্ভাবনকে প্রাধান্য দেওয়া হবে।
৪. অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন: বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান অনুরোধ জানান যেন নির্বাচনের পর গঠিত গণতান্ত্রিক সরকারের সঙ্গে ইইউ আরও নিবিড়ভাবে কাজ করে। ইইউ প্রতিনিধিরাও আগামী দিনে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন।
বিএনপির নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন প্যাকেজ: দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নির্বাচনের জন্য ৮টি বিশেষ প্যাকেজ সম্বলিত ইশতেহার তৈরি করছে, যার মধ্যে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি থাকছে। তারেক রহমান বারবার ‘শান্তি ও সমঝোতা’র ওপর গুরুত্বারোপ করে তরুণ প্রজন্মের জন্য একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তারেক রহমান ইইউ বৈঠক ২০২৬, বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনের পর বিএনপির পরিকল্পনা, শ্রমিক অধিকার বিএনপি, মাইকেল মিলার বিএনপি বৈঠক
রিপোর্টারের নাম 























