তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোকবার্তা হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তারেক রহমানের হাতে এই আনুষ্ঠানিক বার্তাটি তুলে দেন।
শোকবার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে খালেদা জিয়ার প্রয়াণে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা তাকে ‘জাতির এক মহান অভিভাবক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশে বহুদলীয় রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। নারী শিক্ষার উন্নয়ন ও অর্থনৈতিক উদারীকরণে তার নেওয়া মাইলফলক উদ্যোগগুলো জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। আজ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিক শোকবার্তা প্রেরণের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি সম্মান জানানো হলো।
রিপোর্টারের নাম 

























